তুর্কি পেঁয়াজ ১৫ টাকা কেজিতেও আগ্রহী নন ক্রেতারা
সিলেট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
সিলেট (২২ জানুয়ারি): তুর্কি পেঁয়াজ সিলেটে মাত্র ১৫ টাকা কেজি ধরে বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তারপরও এসব পেঁয়াজ কেনার ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ কম। খবর ইউএনবি।
টিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. ইসমাইল মজুমদার জানান, মহানগরীর ৪-৫ পয়েন্টে ১৬ জানুয়ারি থেকে এমন সস্তায় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, 'কিছুদিন আগে পেঁয়াজের দাম চড়া ছিল। সরকারের সিদ্ধান্তে বাজারে এখন এর দাম স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে। সিলেটে তুরস্কের পেঁয়াজ প্রতি কেজি ১৫ টাকা দরে বিক্রি করছে টিসিবি। তবে এ পেঁয়াজে ক্রেতাদের আগ্রহ কম।'
সূত্র জানায়, কয়েক দিন আগেও সিলেটে টিসিবির পণ্য বিক্রি করা ট্রাকের সামনে লম্বা সারি দেখা গেলেও এখন তা নেই। অনেক স্থানেই ডেকে ডেকে পেঁয়াজ বিক্রির চেষ্টা করছেন পরিবেশকরা।
টিসিবির ট্রাক থেকে বরং ডাল ও তেলের মতো নিত্যপণ্য কেনায় আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। এ ক্ষেত্রে পরিবেশকরা প্যাকেজ বানিয়ে শর্ত জুড়ে দিচ্ছেন। নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ কিনলে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে অন্য পণ্য। অর্থাৎ যে কোনো পণ্য কিনলে সাথে পেঁয়াজও কিনতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবেশক বলেন, 'পেঁয়াজ বিক্রি হচ্ছে না। তাই বাধ্য হয়ে অন্য পণ্যের সাথে পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করছি। পেঁয়াজ নিয়ে আমরা লোকসানে পড়তে যাচ্ছি।'
টিসিবি কর্মকর্তা ইসমাইল মজুমদার জানান, সিলেট মহানগরীর প্রায় ১০ জায়গায় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তবে সব ডিলার একসাথে নয়, পালা করে প্রতিদিন নগরীর কমপক্ষে চার জায়গায় পণ্য বিক্রি হচ্ছে।