কর্পোরেট সুশাসনে সেরা ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
কর্পোরেট সুশাসনে সেরা ব্যাংকের পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক লি.
ঢাকা (২৪ জানুয়ারি): কর্পোরেট সুশাসনে সেরা ব্যাংকের পুরস্কার লাভ করেছে ব্র্যাক ব্যাংক লি.। শনিবার ৭ম আইসিএসবি জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংককে কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স ২০১৯ পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ (আইসিএসবি)।
জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এছাড়াও জুরি বোর্ডের চেয়ারম্যান ডাঃ এ বি মির্জা আজিজুল ইসলাম টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
প্রতি বছরের ন্যায় আইসিএসবি এ বছরও কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত মানদন্ডের আলোকে স্থানীয়ভাবে তালিকাভুক্ত মোট ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে।
প্রতি বছরই আইসিএসবি তালিকাবদ্ধ সংস্থাগুলির কাছ থেকে আবেদন করার আহ্বান জানায়। ১৩টি বিভিন্ন সেক্টরের ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশ নেয় এবং কর্পোরেট সুশাসনের মান সম্পর্কিত সমর্থনকারী তথ্য সহকারে তাদের ২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়।
গত বছর আইসিএসবি জাতীয় পুরষ্কারের ৬ষ্ঠ সংস্করণে কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল ব্র্যাক ব্যাংক।