কোভিড-১৯ টিকার প্রচারণায় ১০৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য বিভাগ
বিশেষ প্রতিবেদন || বিজনেস ইনসাইডার
ছবি: করোনাভাইরাসের টিকা (ফাইল ফটো)
ঢাকা (২৭ জানুয়ারি): করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচার-প্রচারণা ও আপ্যায়ন বাবদ প্রায় ১০৫ কোটি টাকা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। অর্থ মন্ত্রনালয়ের পাঠানো এক চাহিদা পত্রে এই বরাদ্দ চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য সেবা বিভাগের উর্ব্ধতন এক কর্মকর্তা জানান।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আবদুল মান্নান বিজনেসইনসাইডার’কে বলেন, বিজ্ঞাপন আর প্রচারনা না করতে পারলে কেউ করোনা টিকা নিতে আসবে না ।
আগে কেন অর্থ বিভাগ এই টাকা দিতে চায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ বিভাগ আগে এ অর্থ ছাড় করার প্রয়োজন মনে করেনি । এখন এই অর্থ ছাড় করবে ।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো বরাদ্দের চাহিদাপত্রে মোট ১০৪ কোটি ৮২ লাখ ৯৮ হাজার টাকা চাওয়া হয়েছে। এরমধ্যে প্রচার ও বিজ্ঞাপন ব্যয় বাবদ চাওয়া হয়েছে ১৪ কোটি ৯৭ হাজার ৩৮ টাকা এবং আপ্যায়ন বাবদ চাওয়া হয়েছে ৮৯ কোটি ৮৫ হাজার ৬০ টাকা।
এর আগে চলতি মাসের শুরুতে একই খাতে বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রনালয়ে চাহিদাপত্র পাঠালেও কোন বরাদ্দ পায়নি স্বাস্থ্য মন্ত্রনালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের উর্ব্ধতন এক কর্মকর্তা জানান, কারোনাভাইরাসে টিকা কিভাবে নিতে হবে, এ নিয়ে প্রচার-প্রচারণা চালানো, টিকা প্রদানের ডাটাবেস তৈরি এবং টিকা প্রদানে সুষ্ঠূ ও সুশৃঙ্খলভাবে টিকা দেয়ার জন্য প্রশিক্ষিত করা ৪২ হাজার স্বেচ্ছাসেবক ও কর্মীকে আপ্যায়নের জন্য এই বরাদ্দ চাওয়া হয়েছে।
ওই কর্মকর্তা জানান, চলতি বছরের শুরুতে মোট ১৬টি খাতের বিপরীতে এক হাজার ৫৮৯ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা চাওয়া হয়েছিলো। এর বিপরীতে মাত্র সাতটি খাতে বরাদ্দ দেওয়া হয়েছিলো ৭১৯ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা। কাটছাঁট করা হয়েছে ৮৭০ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
এর আগে গত ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ১৬টি খাতের বরাদ্দ চাহিদার ভিত্তিতে ৯টি খাতে বরাদ্দ করা হয়েছিল ৭৩৫ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা। কিন্তু ১৭ জানুয়ারি ওই বরাদ্দ থেকে আরো দুটি খাতের ১৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকা কেটে দেওয়া হয়েছে।