Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
চলতি অর্থবছরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ কমেছে ৩৫ শতাংশ

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলতি অর্থবছরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ কমেছে ৩৫ শতাংশ

হাসান আজাদ || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৯, ৩০ জানুয়ারি ২০২১  
চলতি অর্থবছরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ কমেছে ৩৫ শতাংশ

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৯ জানুয়ারি): চলতি অর্থবছরের (২০২০-২১) সংশোধিত বাজেটে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ ৩৫ শতাংশের বেশি কমেছে। এর পরিমাণ ৫ হাজার ৫২৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ কমেছে ৫৬৪ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য কমেছে ৪ হাজার ৯৬০ কোটি টাকা। মূলত লক্ষ্যমাত্র অর্জন না করতে পারায় এই বাজেট বরাদ্দ কমানো হয়েছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা জানান।

ওই কর্মকর্তা জানান, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রাশিয়া ও অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার উইংয়ের বিপরীতেও বরাদ্দ কমানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এ প্রসঙ্গে বিজনেসইনসাইডারবিডি’কে বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বরাদ্দ কমার কারণে প্রকল্পের কোন সমস্যা হবে না। তিনি জানান, প্রথমে বাজেটে প্রস্তাব করা হয়। পরে যতটুকু টাকা খরচ করতে পারবে সে পরিমাণ টাকাই বরাদ্দ দেওয়া হয়। এই কারণে সংশোধিত বাজেটে টাকা বরাদ্দ কমেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় ২০২০-২১ অর্থবছরে মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাসমূহের সংশোধিত বাজেটের রাজস্ব প্রাপ্তি, পরিচালন এবং উন্নয়ন ব্যয়ের প্রাক্কলন চূড়ান্ত করতে গত ৫ জানুয়ারি বাজেট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেন।

সভায় মধ্যমেয়াদি বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ কমানো ও বাড়ানো হয়। এরমধ্যে নির্মিতব্য রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বাজেট বরাদ্দ কমানো উল্লেখযোগ্য। চলতি অর্থবছরের (২০২০-২১) বাজেটে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ১৫ হাজার ৬৯১ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ ছিলো দুই হাজার ৭৩১ কোটি ১৩ লাখ টাকা। আর প্রকল্প বরাদ্দ ছিলো ১২ হাজার ৯৬০ কোটি টাকা।

মধ্যমেয়াদি বাজেটে বরাদ্দ কমিয়ে করা হয়েছে ১০ হাজার ১৬৬ কোটি ৭৮ লাখ টাকা। সংশোধিত বরাদ্দের মধ্যে সরকারি বরাদ্দ দুই হাজার ১৬৬ কোটি ৭৮ লাখ টাকা। প্রকল্প বরাদ্দ ৮ হাজার কোটি টাকা।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে বরাদ্দ কমানো হয়েছে মোট পাঁচ হাজার ৫২৪ কোটি ৩৫ লাখ টাকা। এরমধ্যে সরকারি বরাদ্দ কমেছে পাঁচশত ৬৪ কোটি ৩৫ লাখ টাকা। আর প্রকল্প সহায়তা কমেছে চার হাজার ৯৬০ কোটি টাকা। এই হিসেবে এই প্রকল্পে বরাদ্দ কমেছে ৩৫ দশমিক ২০ শতাংশ।

এছাড়া অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার উইংয়ের বিপরীতে এক কোটি ৬৬ লাখ ৬৬ হাজার টাকা এবং রাশিয়ার মস্কোতে অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার উইংয়ের বিপরীতে ৫১ লাখ ৪২ হাজার টাকার বরাদ্দ কমানো হয়েছে।
তবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণের জন্য সংশোধিত বাজেটে ৬ হাজার ৬৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। যা আগে ছিলো তিন হাজার ১৩৯ কোটি টাকা। বরাদ্দ বাড়ানোর পর মোট বরাদ্দ দাঁড়িয়েছে ৯ হাজার ২০৪ কোটি টাকা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়