ঢাকা-দুবাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ইউএস-বাংলা এয়ারলাইন্স
ঢাকা (০২ফেব্রুয়ারি): ঢাকা-দুবাই রুটে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স । সোমবার ১৪০ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলে ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট শুরুর পূর্বে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য-অপারেশনস্ এন্ড প্লানিং এয়ার কমোডর মো. খালিদ হোসাইন, সদস্য-ফ্লাইট স্টান্ডার্ড এন্ড রেগুলেশনস্ গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির, পরিচালক-হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও অন্যান্য বিমান সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ কালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ও আরব আমিরাতের দুদেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।