ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানত নিরাপদ: বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (০৪ ডিসেম্বর): ইসলামী ব্যাংকে রাখা আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ জানান।
মেজবাউল হক বলেন, ইসলামী ব্যাংক রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ। যারা এ ব্যাংকে আমানত রেখেছেন, তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ ব্যাংক তাদের আমানতের নিশ্চয়তা দিচ্ছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। তবে, সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তার তদন্ত চলছে। তদন্তের পরই আমরা বলতে পারবো।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, রমজানে মাসে নিত্যপণ্যের সঙ্কট হতে পারে, এটা মাথায় রেখে এখন থেকে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খুলতে ব্যাংকগুলো ব্যবসায়ীদের পূর্ণ সহায়তা দেবে।
তিনি জানান, প্রয়োজনে এ বিষয়ে কোনো নীতি-সহায়তা দরকার হলে তাও করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকে আমানত নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দেন।