ওএমএসের কলেবর বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা( ০৩ ফেব্রুয়ারি): চলতি মাসের শুরু থেকে খোলা বাজারে বা ওএমএসের আওতায় ঢাকা মহানগরে ভ্রাম্যমান ৪টি ট্রাকের মাধ্যমে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক প্রতি দৈনিক আরও ৩ মেট্রিক টন করে ১২ মেট্রিক টন চাল বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়াধীন খাদ্য অধিদপ্তর।
উল্লেখ্য, ওএমএস খাতে ঢাকা মহানগরে অ, ই, ঈ ক্যাটাগরি ভিত্তিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রে দৈনিক এক থেকে দেড় মেট্রিক টন আটা এবং ১ মেট্রিক টন চাল বিক্রয় করা হতো। একইসাথে শ্রমঘন ৪টি জেলায় যথাক্রমে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের মোট ১৪৭ টি কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন করে আটা এবং এক মেট্রিক টন করে চাল বিক্রয় করা হচ্ছিলো।
এছাড়াও অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে মোট ৪৩২ টি বিক্রয় কেন্দ্রে দৈনিক এক মেট্রিক টন করে চাল এবং এক মেট্রিক টন করে আটা বিক্রয় করা হচ্ছে।
এছাড়াও ইনোভেশন কার্যক্রমের আওতায় সচিবালয় প্রাঙ্গণে দৈনিক ২ মেট্রিক টন এবং মতিঝিল ও আজিমপুর এলাকায় দৈনিক কেন্দ্র প্রতি এক মেট্রিক টন করে প্যাকেট আটা বিক্রয় করা হচ্ছে।