ঢাবি বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউটের উন্নয়নে সোনালী ব্যাংকের ৫০ লাখ টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সোনালী ব্যাংক লিমিটেড
ঢাকা (০৫ ফেব্রুয়ারি): মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যায়ল (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ এর সার্বিক উন্নয়নে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার হলে বিশ্ববিদ্যায়লয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের হাতে অনুদানের চেক তুলে দেন সোনালী ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন আদর্শ সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম, নেতৃত্বসহ সববিষয়ে আর্ন্তজাতিক মানের গবেষণার জন্য স্থাপিত ইনিস্টিটিউটে সোনালী ব্যাংকের এই আর্থিক সহযোগিতা গবেষণার কাজকে আরো বেগবান করবে। সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান বলেন, মুজিববর্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন নিয়ে গবেষণার কাজকে এগিয়ে নিতে সোনালী ব্যাংক সবসময় পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের প্রো-ভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর পরিচালক অধ্যাপক ড. ফখরুল আলম, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যায়ল এবং সোনালী ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।