মুনাফা বেড়েছে আইডিএলসি ফাইন্যান্সের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১ নভেম্বর): তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স। এ প্রান্তিকে এর সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৮ পয়সা। আর সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২০) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩৫ পয়সা।
একই সময়ে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা। আর সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৯ টাকা ৬৯ পয়সা।