বসুন্ধরা বিটুমিন কারখানার বাণিজ্যিক কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: কেরানীগঞ্জের পানগাঁয়ে অবস্থিত বসুন্ধরা বিটুমিন কারখানার একাংশ, বিজনেসইনসাইডারবিডি
ঢাকা(০৭ ফেব্রুয়ারি): বসুন্ধরা বিটুমিন কারখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে কেরানীগঞ্জের পানগাঁয়ে অবস্থিত কারখানা থেকে ১০ ডিলারকে বিটুমিন দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। দেশে বেসরকারি খাতে বিটুমিন তৈরির কারখানা এটাই প্রথম। কারখানাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন আহমেদ ওয়ালিদ সোবহান। তিনি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ছেলে।
বসুন্ধরা বিটুমিনের প্রকল্প পরিচালক প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ জানান, দেশে বছরে বিটুমিনের চাহিদা রয়েছে কম বেশি ৫ লাখ টন। চাহিদার পুরোটাই আমদানি করা হয়।
তিনি জানান, বসুন্ধরা বিটুমিনের বছরে উৎপাদন সক্ষমতা রয়েছে ৯ লাখ টন। আমরা দেশের চাহিদা মেটানোর পর বিদেশে রপ্তানি করারও পরিকল্পনা রয়েছে। এছাড়া আমদানির চাইতে আমাদের উৎপাদিত বিটুমিন দামেও সাশ্রয়ি হবে।
নাফিজ ইমতিয়াজ আরো জানান, আমরা বিটুমিনের নতুন নতুন পণ্য নিয়ে আসবো। যা আগে কখনো দেশে আসেনি। এ জন্য চীনের সহযোগিতায় বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।