এভারকেয়ার হসপিটালে মৃগী রোগ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: এভারকেয়ার হসপিটাল ঢাকা
ঢাকা (০৮ ফেব্রুয়ারি): এভারকেয়ার হসপিটাল ঢাকা’র নিউরোলজি বিভাগে আন্তর্জাতিক মৃগী রোগ দিবস উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিকেল সার্ভিসের পরিচালক ডাঃ সঞ্জয় কে. পাঠারে। এছাড়া নিউরোলজি ও অন্যান্য বিভাগের কনসালটেন্টগণ ও হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজিস্ট ও এপিলেপসি বা মৃগীরোগ বিশেষজ্ঞ ডাঃ আলিম আক্তার ভূঁইয়া এপিলেপসি বা মৃগীরোগের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন। মৃগীরোগ সম্পর্কে আরো বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল ঢাকা’র নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর- ডাঃ খন্দকার মাহবুবর রহমান এবং সিনিয়র কনসালটেন্ট ডাঃ সন্দীপ কুমার দাশ। মেডিকেল সার্ভিসের সিনিয়র জেনারেল ম্যানেজার ডাঃ আরিফ মাহমুদ সবশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় আউটপেশেন্ট ও ইনপেশেন্ট-বেজড সব মেডিক্যালি রেসপনসিভ এপিলেপসি রোগীদের জন্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক ও চিকিৎসা সুবিধা রয়েছে। এ হাসপাতালে একটি পূর্ণাঙ্গ এপিলেপসি ক্লিনিক ও ইইজি মনিটরিং সুবিধাও শীঘ্রই চালু হবে।