Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
করোনাভাইরাসের টিকার প্রচারণায় ৭ কোটি টাকা ছাড়

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনাভাইরাসের টিকার প্রচারণায় ৭ কোটি টাকা ছাড়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২১
করোনাভাইরাসের টিকার প্রচারণায় ৭ কোটি টাকা ছাড়

ছবি: সারাদেশে চলছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম

ঢাকা(১০ ফেব্রুয়ারি): করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচার-প্রচারণা বা বিজ্ঞাপন বাবদ সাত কোটি টাকা ছাড় বা বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার অর্থ বিভাগ থেকে এই অর্থ ছাড় করে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান। 

এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই কার্যক্রমের আপ্যায়ন ব্যয় বাবদ ৯০ কোটি টাকা ছাড় বা বরাদ্দ দেওয়া হয়েছিলো। 

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আবদুল মান্নান বিজনেসইনসাইডারবিডি’কে বলেন, প্রচার প্রচারণায় টাকা বরাদ্দ দিয়েছে। এখন আমরা করোনা টিকা নেওয়ার জন্য নানা মাধ্যমে প্রচারণা চালাবো। তিনি জানান, কিভাবে করা হবে তার একটি পরিকল্পনা আমাদের আছে। 

বুধবার অর্থ বিভাগ থেকে স্বাস্থ্য সেসবা বিভাগে পাঠানো চিঠি উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার তহবিল থেকে প্রচার ও বিজ্ঞাপন ব্যয় বাবদ ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিজ্ঞাপন বাবদ বরাদ্দকৃত ১০ কোটি ৫৫ লাখ টাকার ব্যয় হিসেব অর্থ বিভাগে প্রেরণের জন্য বলা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গত ২৭ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো বরাদ্দের চাহিদাপত্রে মোট ১০৪ কোটি ৮২ লাখ ৯৮ হাজার টাকা চাওয়া হয়েছিলো। এরমধ্যে প্রচার ও বিজ্ঞাপন ব্যয় বাবদ চাওয়া হয়েছে ১৪ কোটি ৯৭ হাজার ৩৮ টাকা এবং আপ্যায়ন বাবদ চাওয়া হয়েছে ৮৯ কোটি ৮৫ হাজার ৬০ টাকা। এর বিপরীতে আপ্যায়ন বাবদ অর্থ বরাদ্দ দেওয়া হলেও প্রচার প্রচারণা বাবদ ১৪ কোটি ৯৭ হাজার ৩৮ টাকা ছাড় করা হয়নি। 

ওই কর্মকর্তা আরও জানান, চলতি বছরের শুরুতে মোট ১৬টি খাতের বিপরীতে এক হাজার ৫৮৯ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা চাওয়া হয়েছিলো। এর বিপরীতে মাত্র সাতটি খাতে বরাদ্দ দেওয়া হয়েছিলো ৭১৯ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা। কাটছাঁট করা হয়েছে ৮৭০ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

এর আগে গত ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ১৬টি খাতের বরাদ্দ চাহিদার ভিত্তিতে ৯টি খাতে বরাদ্দ করা হয়েছিল ৭৩৫ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা। কিন্তু ১৭ জানুয়ারি ওই বরাদ্দ থেকে আরো দুটি খাতের ১৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকা কেটে দেওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়