শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিমানবন্দর আর্মড পুলিশ
ঢাকা (১১ ফেব্রুয়ারি): রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর থেকে স্বর্ণ চোরাচালানের দায়ে দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবারের এ অভিযানে তাদের কাছ থেকে আড়াই কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য দেড় কোটি টাকা।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, জেদ্দা থেকে ঢাকায় আসা এসভি ৩৫৮৪ জেদ্দা ফ্লাইট থেকে অবতরনের পর বিমানবন্দরের আগমনী টার্মিনালের বাইরে মো. সুমন মিয়া (৪১) ও তৌহিদুল ইসলাম (৩৯) কে আটক করা হয়। এ সময় থেকে আড়াই কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিজনেসইনসাইডারবিডি’কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জানায় তারা দীর্ঘদিন যাবৎ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত।
অবৈধ পন্থায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনার বার আনা অপরাধ। জব্দ করা স্বর্ণবার কাস্টমস কর্তৃপক্ষের গুদামে সংরক্ষনের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা করে আসামি দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।