Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিনিয়োগকারী খুঁজছে বিজেএমসি

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনিয়োগকারী খুঁজছে বিজেএমসি

বিশেষ প্রতিবেদন || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১
বিনিয়োগকারী খুঁজছে বিজেএমসি

ছবি: দেশে এবার পাটের উৎপাদন ভাল হয়েছে, সংগৃহীত

ঢাকা (২৩ ফেব্রুয়ারি): সব ধরণের ঋণের ওপর নির্ভরশীলতা কমাতে বিনিয়োগকারী খুঁজছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। এরইমধ্যে বিনিয়োগকারী পেতে আগ্রহপত্র (ইওআই) তৈরি করেছে সংস্থাটি। আগামী মাসের যেকোন দিন এটি প্রকাশ করা হবে।বিজেএমসির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এতথ্য জানান। 
 
ওই কর্মকর্তা জানান, মুলত পাটখাতে সহযোগিতার ক্ষেত্রে জিটুজি অর্থায়ন থেকে সরকার সওে আসার পর সরাসরি বিনিয়োগকারী আকৃষ্ট করতে এই পদক্ষেপ নেয় বিজেএমসি।

বিজেএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ বিজনেসইনসাইডারবিডি’কে এ প্রসঙ্গে বলেন, এখন বিনিয়োগকারী সন্ধান করাই হচ্ছে সবচেয়ে ভাল উপায়। তিনি বলেন, ‘চীনের বিনিয়োগ আর আসছে না। সরকারও নিজস্ব খাত থেকে আমাদেরকে অর্থ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। লোকসানি খাত হিসেবে ঋণ সমস্যা সমাধানের পথ নয়।

তিনি বলেন, আগামি মাসের মধ্যে ইওএলের মাধ্যমে বিজেএমসি আগ্রহী বিনিয়োগকারী আহবান করবে। বিজেএমসি চেয়ারম্যান বলেন, আমাদের অনেক সম্পদ রয়েছে। আমাদের কারখানার অবস্থানও বেশ ভাল স্থানে। উপযুক্ত বিনিয়োগ পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।      

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উপযুক্ত বিনিয়োগকারীর সন্ধানে আগ্রহপত্র (ইওআই) প্রকাশের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামি মাসের যেকোন দিন প্রকাশ করে বিনিযোগকারীদের আগ্রহপত্র চাওয়া হবে। 

এদিকে, চীনের সঙ্গে সরকার পর্যায়ে (জিটুজি) সহযোগিতার অধীনে সরকারি খাতের পাটকলগুলো উন্নয়নে বিজেএমসির ‘সমতা, আধুনিকায়ন, পুনর্বাসন এবং সম্প্রসারণ (বিএমআরই)’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছিলো। কিন্তু সম্প্রতি এই প্রকল্প অব্যাহত না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তের কারণে চীন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। একইসঙ্গে এই খাতে আর কোন বিনিয়োগ করবে না বলে জানিয়ে দিয়েছে।    

এখানে উল্লেখ্য, বিজেএমসির অধীনস্থ ২২টি পাটকলকে আর্থিক ভাবে লাভজনক করতে সরকার গেল এক দশকে ৭ হাজার ৪৭৭ কোটি টাকা দিয়েছে। কিন্তু বাস্তবে পাটকলগুলোর কোন উন্নতি হয়নি। বরং মিলগুলো প্রতি বছরই লোকসান গুনেছে। 

গেল বছরের জুলাই মাসে সরকার বিজেএমসির সব মিল পুরোপুরি বন্ধ ঘোষণা করে লে অফ ঘোষণা করে। সেপ্টেম্বরে বিজেএসসির লে অফ ঘোষিত কর্মীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সরকার ৫ হাজার কোটি টাকা পর্যায়ক্রমে দেওয়া শুরু করেছে।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়