Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
৪৪০ কোটি ৭৫ লাখ ব্যয়ে ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪৪০ কোটি ৭৫ লাখ ব্যয়ে ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
৪৪০ কোটি ৭৫ লাখ ব্যয়ে ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

ছবি: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা(২৪ ফেব্রুয়ারি): ৪৪০ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৪ টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার এক ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের  সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

সভা শেষে তিনি বলেন,আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব গুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাব ছিলো। 

কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ৪৪০ কোটি ৭৫ লক্ষ ৭৬ হাজার ৭৩৯ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩৫০ কোটি ৩ লক্ষ ১০ হাজার ৭৩৯ টাকা এবং দেশিয় ব্যাংক থেকে ঋণ ৯০ কোটি ৭২ লক্ষ ৬৬ হাজার টাকা।

অতিরিক্ত সচিব বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে ৯০ কোটি ৭২ লক্ষ ৬৬ হাজার টাকা।

তিনি বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের এমবি -০১ লটের নির্মাণ কাজের ঠিকাদার হিসেবে যৌথভাবে আতাউর রহমান খান  এবং মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে  ৮৯ কোটি ১৭ লক্ষ ২৩ হাজার ২২৯ টাকা।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘জাতীয় রাজস্ব ভবন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে ড.সালেহ জানান। প্রকল্পের প্যাকেজ- ১ এর অবশিষ্ট নির্মাণ কাজ যৌথভাবে তাহের ব্রাদার্স লিমিটেড এবং  হোসাইন কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড বাস্তবায়ন করবে। এ জন্য  মোট ব্যয় হবে ৮০ কোটি ৭৫ লক্ষ ৯১ হাজার ৫১৫ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ঢাকার কেরানীগঞ্জ  থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের একটি প্যাকেজের পূর্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে মীর আক্তার হোসাইন লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে ১৮০ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার ৯৯৫ টাকা।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়