বিদেশি মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৪ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফ: বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (২৪ ফেব্রুয়ারি): বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভ ছিল ৪ হাজার ৪০২ কোটি মার্কিন ডলার।
দেশে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং আমদানি কমে যাওয়ায় রিজার্ভ বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কোভিড-১৯ এর কারণে ভ্রমনে নিষেধাজ্ঞা থাকাও রিজার্ভ বাড়ার অন্যতম প্রধান কারণ।
গেল বছর মার্চে দেশে করোনভাইরাসের সংক্রমণ শুরুর সময় রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। ৮ অক্টোবর নাগাদ রিজার্ভের পরিমাণ ৭ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে দাঁড়ায় ৪০ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এ পরিমাণ গেল বছরের একই সময়ের চেয়ে ২০ ভাগ বেশি।
করোনা মহামারির সময়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেনি। এ কারণে আমদানিও কম হয়েছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বা নতুন কোন ব্যবসা শুরুর জন্য যে মূলধনী যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলোর আমদানি বর্তমান ২০২০-২১ অর্থ বছরের জুলাই-জানুয়ারি সময়ে ৩৯ শতাংশ হ্রাস পেয়েছে।
আগের অর্থ বছরের একই সময়েও মূলধনী যন্ত্রপাতির আমদানি ৮ দশমিক ৫১ শতাংশ হ্রাস পেয়েছে।
উৎপাদকের জন্য কাঁচামাল বা কোন পণ্য তৈরী যেসব মালামাল প্রয়োজন সেগুলোর আমদানিও ২০২০-২১ অর্থ বছরের জুলাই-জানুয়ারিতে ২২ দশমিক ৬৬ শতাংশ কমেছে। আগের অর্থ বছরের একই সময়ে এ আমদানি কমেছিল ১৭ দশমিক ৫৯ শতাংশ।