ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি
ঢাকা(০১ মার্চ): মহামারী করোনাভাইরাসের মধ্যেও প্রবাসী রেমিট্যান্স পাঠানো কমেনি। বরং বেড়েছে। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলার। আগের বছরের একই মাসের চেয়ে যা ৩৩ কোটি ডলার বা ২২ দশমিক ৭৬ শতাংশ বেশি।
হুন্ডি প্রবণতা কমে যাওয়া, সরকারের ২ শতাংশ প্রণোদনা ও ডলারের দর স্থিতিশীল থাকার প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে প্রবাসীরা মোট এক হাজার ৬৬৯ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫০ কোটি ডলার। এ হিসেবে আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৪১৯ কোটি ডলার বা ৩৩ দশমিক ৫১ শতাংশ।
করোনাভাইরাসের প্রভাব শুরুর পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছিল, বাংলাদেশের রেমিট্যান্স কমবে। অবশ্য করোনার প্রভাব শুরুর পর মার্চ, এপ্রিল ও মে মাসে কমেছিল। তবে জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে।