Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রূপপুরে ইউনিট -১ এর পোলার ক্রেন বিম স্থাপন সমাপ্ত

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপপুরে ইউনিট -১ এর পোলার ক্রেন বিম স্থাপন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৬, ৪ মার্চ ২০২১  
রূপপুরে ইউনিট -১ এর পোলার ক্রেন বিম স্থাপন সমাপ্ত

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট -১ এর রেইল ট্র্যাকে পোলার ক্রেন বিম

ঢাকা (০৩ মার্চ): রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট -১ এর রেইল ট্র্যাকে দুইটি পোলার ক্রেন বিম স্থাপনের কাজ শেষ হয়েছে। ট্রাস্ট রোজেম, রোইন ওয়ার্ল্ড এলএলসি এবং এনার্গোস্পেকমোন্তাঝ জেএসসি এর সাবকন্ট্রাক্টর বিশেষজ্ঞগণ এ কাজ শেষ করেন। বুধবার রোসাটম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোলার ক্রেন বিম দুটি ক্রেনের মুল ধাতব কাঠামো এবং এর সাহায্যে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল প্রযুক্তিগত যন্ত্রপাতি (রিয়াক্টর ভেসেল, স্টিম জেনারেটর, প্রেসার কম্প্রেসার) পরিবহনের ও পরবর্তীতে এগুলোকে কন্টেইন্মেন্ট এরিয়াতে স্থাপন করা হয়। পোলার ক্রেনের এই বিমগুলোকে একটি শক্তিশালী ক্রলার ক্রেন লিভারের সাহায্যে +৩৮,৫০০ মিটার উচুতে নিয়ে রিয়াক্টর বিল্ডিং এ স্থাপন করা হয়। 

এএসই জেএসসি এর প্রকল্প ব্যবস্থাপনার বাংলাদেশ শাখার সহকারী পরিচালক ইয়ুরী কশেলেভ বলেন, ‘এই ধরনের ভারী কাঠামোকে স্থাপন করা অত্যন্ত জটিল এবং এর জন্যে সাব-কন্ট্রাক্টদের সঙ্গে সম্বন্বয় করে কাজ করতে হয়। রোইন ওয়ার্ল্ড এলএলসি বিশেষজ্ঞগণ ক্রেনের সাহায্য বিম গুলোকে তোলার কাজ করেন। ট্রাস্ট রোজেমের বিশেষজ্ঞগণ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে ৩৮,০০০ মিটার রেল ট্র্যাকের কন্টেইন্মেন্ট লোব স্থাপন করেন এবং নার্গোস্পেকমোন্তাঝ জেএসসি এর বিশেষজ্ঞগণ রেল লাইনে বিম স্থাপনের কাজ করেন।’ বর্তমানে ক্রেন রানওয়েতে অবকাঠামো নির্মাণ এবং ক্রেন মেকানিজমের কাজ চলছে। 

এতে আরো বলা হয়, ক্রেনের বৃত্তাকার ব্যবহারের জন্যে সব লোডিং ও আনলোডিং এর কাজ রিয়্যাক্টর কম্পার্ট্মেন্টের যে কোন পয়েন্টে করা সম্ভব হবে। পরিকল্পপা অনুযায়ী পোলার ক্রেন (বৃত্তাকার ক্রেন) সংস্থাপনের কাজ এ বছরের জুন মাসের মধ্যে শেষ হবে। এর পরে এই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্লান্টের বৃহৎ যন্ত্রাংশ সমুহের সংস্থাপনের কাজ শুরু হবে। 

পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই ক্রেন পরবর্তীতে মেরামত ও জ্বালানী সরবরাহের কাজে ব্যবহার করা হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়