রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন চার নারী
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেয়েছেন চার নারী
ঢাকা (০৬ মার্চ): রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেয়েছেন চার নারী। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য চারজনকে এ সম্মাননা দেয়া হয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাস এবং আইইডিসিআর এর চিকিৎসক, গবেষক ও সহযোগী অধ্যাপক ডাঃ এন কে নাতাশা।
চারক্ষেত্রে সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সাংবাদিক শেখ সাবিহা আলম পেয়েছেন ২০২০ সালের কীর্তিমতী সাংবাদিক সম্মাননা, জেসমিন সুলতানা পারু পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা, শামীমা সুলতানা শীলু কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা এবং ফিরোজা খাতুন পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা।
পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন নঈম নিজাম, গাজী আশরাফ হোসেন লিপু, কিশোর কুমার দাস, ডাঃ এন কে নাতাশা এবং আনিকা চৌধুরী।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’ ১৪ বছর ধরে এই পুরস্কার প্রদান করে আসছে। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড।