মেঘনা অর্থনৈতিক অঞ্চলে রঙের কারখানা করেছে নরওয়ের জোটুন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: জোটুনের লোগো
ঢাকা (০৮ মার্চ): বেসরকারী খাতে প্রতিষ্ঠিত মেঘনা শিল্প অর্থনৈতিক জোনে (এমআইইজেড) যাত্রা শুরু করছে নরওয়ে ভিত্তিক রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জোটুন। এর অংশ হিসেবে এমআইইজেডে জোটুন একটি প্ল্যান্ট স্থাপন করেছে।
সোমবার আনুষ্ঠানিক ভাবে এমআইইজেডে জোটুনের কারখানা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল।
প্রাথমিক ভাবে জোটুন বাংলাদেশে ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। পর্যায় ক্রমে এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী অনুষ্ঠানে বলেন, করোনা মহামারির সময়েও বিদেশি বিনিয়োগকারীরা যে বাংলাদেশে আসছেন, এ বিষয়টি বেশ ইতিবাচক ইঙ্গিত বহন করে।
এমআইইজেডে এখন পর্যন্ত নয়টি বিদেশি বিনিয়োগকারী অর্থ বিনিয়োগ করেছে।
বিশ্বের নবম রঙ উৎপাদনকারী কোম্পানি জোটুনের বার্ষিক আয়ের পরিমাণ ১৯ দশমিক ৬ বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন বা ২ দশমিক ২৮৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।