Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিকাশে তিতাস গ্যাসের বিল পরিশোধের সুবিধা

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিকাশে তিতাস গ্যাসের বিল পরিশোধের সুবিধা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৮, ৪ নভেম্বর ২০২০  
বিকাশে তিতাস গ্যাসের বিল পরিশোধের সুবিধা

ছবি: বিকাশ

ঢাকা (০৪ নভেম্বর) : এখন থেকে তিতাস গ্যাসের আবাসিক সংযোগের বিল বিকাশে পরিশোধ করা যাবে। বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
রাজধানী ঢাকা সহ আশেপাশের ১১টি জেলার তিতাস গ্যাসের প্রায় উনত্রিশ লাখ আবাসিক গ্রাহক যেকোন সময় যেকোন স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে সহজে, নিরাপদে, মুহুর্তেই বিল পরিশোধ করতে পারবেন। মাসিক হারে বিল পরিশোধ এবং মিটার ব্যবহারকারী উভয় গ্রাহকই বিকাশ দিয়ে বিল পরিশোধ করতে পারবেন।
  
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের যে বিশাল সংখ্যক গ্রাহক তিতাস গ্যাস এর সেবা ব্যবহার করেন তারা বাসার বাইরে না গিয়ে, লাইনে না দাঁড়িয়ে গ্যাস বিল পরিশোধের সুযোগ পাবেন। বিশেষ করে করোনাকালীন এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেও নিরবিছিন্ন গ্যাস সেবা ব্যবহার করা আরো সহজ হবে।
 
বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে গ্যাস নির্বাচন করতে হবে। 

মাসিক হারে বিল পরিশোধ করেন যারা তারা নন-মিটারড নির্বাচন করবেন। এরপর মাস নির্বাচন করতে হবে। গ্রাহক চাইলে একসাথে ১২ মাস পর্যন্ত একবারে নির্বাচন করে বকেয়া বিল পরিশোধের সুযোগ পাবেন। এরপর কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।
মিটারড গ্রাহকগন মিটারড নির্বাচন করার পর তিতাস কাস্টমার নম্বর এবং ইনভয়েস নম্বর দিবেন। পরের ধাপে টাকার পরিমান ও বিকাশ পিন দিয়ে বিল প্রদান সম্পন্ন করতে পারবেন। বিলের পরিমানের সাথে ১শতাংশ হারে সর্বোচ্চ ৩০টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।

বিল দেওয়ার পর গ্রাহক পরিবেশবান্ধব ডিজিটাল রিসিট পেয়ে যাবেন যা ভবিষ্যতের জন্য সংরÿণ করতে পারবেন। নিজের সুবিধার্থে কাস্টমার গ্যাস অ্যাকাউন্টের তথ্যও বিকাশ অ্যাপে সেভ করে রাখতে পারবেন যা পরবর্তীতে বিল প্রদান আরো সহজ করবে।

উৎসে আয়কর কর্তন হয় এমন মিটার ব্যবহারকারী গ্রাহকরা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই বিল পরিশোধ সেবা ব্যবহার করতে পারবেন না। 

উলেøখ্য বর্তমানে জালালাবাদ, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল গ্যাসের বিলও বিকাশে পরিশোধ করা যায়। এছাড়া সারাদেশের সব ধরনের বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করা যায়। ওয়াসা, বিটিসিএল টেলিফোন বিল ও ইন্টারনেট বিল সহ সবচেয়ে বেশি সংখ্যক ইউটিলিটি সেবার বিল কেবল বিকাশ দিয়েই পরিশোধ করা যায়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়