ফেস অব ইভ্যালি তাহসান
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
তাহসান খানের হাতে স্মারক তুলে দিচ্ছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল
দেশের ইকমার্স মার্কেটপ্লেস ইভ্যালির ‘ফেস অব ইভ্যালি’ (ব্র্যান্ড আইকন) ও চীফ গুডউইল অফিসার হিসেবে দায়িত্ব পেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী দুই বছর তিনি ইভ্যালির ব্র্যান্ড আইকন হিসেবে কাজ করবেন।
বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ।
এসময় ‘ফেস অব ইভ্যালি’ তাহসান খান সহ আরও উপস্থিত ছিলেন ইভ্যালির সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন, ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও ইভ্যালির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‘ফেস অব ইভ্যালি’ এবং চীফ গুডউইল অফিসার দায়িত্ব প্রসঙ্গে তাহসান খান বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও ইভ্যালি কাজ করে গেছে এবং ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমি তাদের ওপর বিশ্বাস করতে পারি এবং ইভ্যালিতে বিশ্বাস করি বলেই, আমি 'ফেস অব ইভ্যালির' ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং চীফ গুডউইল অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছি।
তাহসান খানকে ইভ্যালির ব্রান্ড আইকন হিসেবে পেয়ে প্রকাশ করে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, তাহসান শুধু ইভ্যালি নয়, পুরো বাংলাদেশেরই ফেস। তাকে ইভ্যালির ব্রান্ড আইকন হিসেবে পেয়ে আমরা আনন্দিত।
ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ফেস অব ইভ্যালি হিসেবে তাহসানকে পাওয়া আমাদের জন্য অনেক বড় পাওয়া। বর্তমানে তার সাথে দুবছরের চুক্তি হলেও তা ভবিষ্যতে আরও দীর্ঘায়িত করার ইচ্ছে আছে আমাদের।