দুর্নীতির অভিযোগে এ্যাপোলোর ইস্পাতের প্রধান অর্থ কর্মকর্তা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বিডি
ঢাকা (১০ মার্চ): অর্থ আত্নসাত ও দুর্নীতির দায়ে এ্যাপোলো ইস্পাতের চিফ ফ্যাইন্যান্সিয়াল অফিসার রাজিব হোসেনকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার গভীর রাতে তার গুলশানের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা। পরে বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এই মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই রুহুল আমিন বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে জানান, তার বিরুদ্ধে ৯ কোটি টাকা আতœসাতের মামলা করেছে এ্যাপোলো ইস্পাত কর্তৃপক্ষ। গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। তিনি জানান, আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজিব হোসেনের ওপর কোম্পানিটির আর্থিক ও হিসাব সংক্রান্ত সকল দায়িত্ব ছিলো। কোম্পানির সার্বিক পরিচালন কার্যক্রম ও অঅর্থিক কর্মকান্ড তার নেতেৃত্বেই চলতো। এই ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্নসাত করেন।
২০১৩ সালে এ্যাপোলো ইস্পাত পুঁজিবাজার থেকে প্রায় ২২০ কোটি টাকা সংগ্রহ করে। রাজিব হোসেনের অসতা ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি এ অর্ত সটিকভাবে কাজে লাগাতে পারেনি। কোম্পানির কোন সামর্থ্য না থাকা সত্ত্বেও শেয়ার হোল্ডারদেও নগদ লভ্যাংশ দেওয়ার জন্য বোর্ডকে ম্যানেজ করেন রাজিব। অন্যদিকে পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানি ঋণ পরিশোধ করার কথা থাকলেও রাজিবের দুর্নীতির কারণে তা সম্ভব হয়নি।