Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
এ অঞ্চলের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিস্তারার ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী

এ অঞ্চলের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫০, ৬ নভেম্বর ২০২০   আপডেট: ০২:৫৪, ৬ নভেম্বর ২০২০
এ অঞ্চলের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে

ছবি: সংগৃহীত

ঢাকা (৫ নভেম্বর): বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, করোনাভাইরাস সংকট মোকাবিলা করে এ অঞ্চলের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান যোগাযোগে ‘ভিস্তারা টাটা সিয়া এয়ারলাইন্স’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস দুই দেশের বিমান চলাচল বন্ধ ছিল। এখন তা আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে, আমাদের সাথে আরেকটি এয়ারলাইন্স সংযুক্ত হতে যাচ্ছে। আমাদের দুই দেশের সম্পর্ক অনেক দৃঢ় অবস্থায় আছে, আর ভবিষ্যতেও এমন থাকবে। তিনি জানান, বাংলাদেশ ও ভারতে সপ্তাহে দশ হাজার যাত্রী নিয়ে ৫৬টি ফ্লাইট যাতায়াত করে। এয়ার বাবল চুক্তির অধীনে নতুন ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত বাড়বে৷ প্রতিমন্ত্রী বলেন, আমি আশা করি, কোয়ালিটি, সেইফটি মেইনটেইন করে ভিস্তারা এয়ারলাইন্স যাত্রীদের সেবা দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, ভিস্তারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা। ভিস্তারার প্রতিনিধি  জানান, ভিস্তারা টাটা সিয়া এয়ারলাইন্স ভারত ও সিঙ্গাপুরের যৌথ অংশীদ্বারিত্বে মোট ৪৩টি ফ্লাইট সারা বিশ্বে পরিচালনা করে। এখানে ভারতের টাটা কোম্পানির আছে ৫১ ভাগ শেয়ার এবং সিঙ্গাপুরের রয়েছে ৪৯ ভাগ শেয়ার। আপাতত এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট চলাচল করবে। দিল্লি থেকে রওনা হয়ে আসবে সকাল ৯টায়, যাবে রাত ১০টায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ৬০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে এবং ৮০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় আবার দিল্লি ফিরে গেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান এ সময় উপস্থিত ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়