Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে বামবা’র স্বাস্থ্যচুক্তি

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে বামবা’র স্বাস্থ্যচুক্তি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩০, ১২ মার্চ ২০২১  
ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে বামবা’র স্বাস্থ্যচুক্তি

ছবি: ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে বামবা’র স্বাস্থ্যচুক্তি

ঢাকা (১১ মার্চ): ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতলের সঙ্গে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বামবার সভাপতি হামিন আহমেদ। 

বামবা’র অন্তর্ভূক্ত ৫২ ব্যান্ডের সদস্য ও তাদের পরিবারবর্গ এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন বামবা’র ভাইস প্রেসিডেন্ট শেখ মনিরুল আলম টিপু, সহ সম্পাদক কাজী আশেকিন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রিপটিক ফেট ব্যান্ড ও বামবার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী, সঙ্গীত পরিচালক ও ফিডব্যাকের দলনেতা ফোয়াদ নাসের বাবু, বামবার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাকসুদ ও’ ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক, দলছুটের বাপ্পা মজুমদার, সোল্সের নাসিম আলী খান, আর্ক ব্যান্ডের হাসান, আর্টসেলের জর্জ লিংকন ডি’ কস্তা। 

স্বাস্থ্যচুক্তি অনুষ্ঠানের পাশাপাশি ফ্রি হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে আগত ব্যান্ড সদস্যদের ব্লাডসুগার ও ব্লাডপ্রেসার পরিমাপসহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বামবা’র সদস্যদের মাঝে প্রিমিয়ার হেল্থ কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করা হয়, সেইসাথে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত টেলিভিশন বিজ্ঞাপন উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বিশ্বাস। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়