‘প্রাইমপে’র মাধ্যমে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: প্রাইম ব্যাংকের লোগো
ঢাকা (১৩ মার্চ): কর্পোরেট গ্রাহকদের জন্য সর্বাধুনিক অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’ এর মাধ্যমে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ সুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইমপে-এর মাধ্যমে ব্যাংকে না গিয়েও ব্যাংকের কর্পোরেট গ্রাহকবৃন্দ এখন যেকোন সময়, যেকোন জায়গা থেকে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ করতে পারবেন। সব ধরনের কর্পোরেট পেমেন্ট এবং এমআইএস এর ওমনি ডিজিটাল চ্যানেল - প্রাইমপে - এর সাহায্যে এই সরকারি পেমেন্টসমূহ এখন কয়েকটি ক্লিকেই দেওয়া যাবে ডিজিটালি, তাৎক্ষণিকভাবে ও নিরাপদে। দিনরাত ২৪ ঘন্টা এই অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে এবং গ্রাহকরা এসএমএস ও ইমেলের মাধ্যমে বিল গ্রহণের প্রাপ্তিস্বীকার পেয়ে যাবেন।
এতে আরো বলা হয়, “প্রাইমপে”এর মাধ্যমে গ্রাহকরা যেকোন সময়, যেকোন জায়গা থেকে সব ধরনের লোকাল পেমেন্টের নির্দেশনা দিতে পারবেন। “প্রাইমপে”এর এর সাহায্যে প্রাইম ব্যাংক এর এক একাউন্ট থেকে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর, অনলাইনে তৃতীয় ব্যাংক-এ আরটিজিএস, বিইএফটিএন এর মাধ্যমে অর্থ স্থানান্তর, কর্পোরেট চেক ও পে-অর্ডার ইস্যু, ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় রিয়েল-টাইম পেমেন্ট, সব ধরনের কর্পোরেট এমআইএস এবং স্টেটমেন্টস পাওয়ার সুবিধাসহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে।