বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিবৃন্দ
ঢাকা (১৫ মার্চ): দৈনিক বাংলাদেশ প্রতিদিন সোমবার এক যুগে পদাপর্ণ করেছে। এ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রতিদিন পরিবারের সদস্য ছাড়াও কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, তাহজিব আলম সিদ্দিকী এমপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
এ ছাড়াও কর্ণেল (অব.) ফিরোজ শাম্মী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, নিউজ টোয়েন্টি ফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের উপ সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার নবরাত্রী হলে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণিজন সম্মাননা ২০২১-২০২১’ দেওয়া হবে।
উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশনা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে।