সপ্তাহে একবার ব্যবহার উপযোগী ওষুধ এনেছে নভো নরডিস্ক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সপ্তাহে একবার ব্যবহার উপযোগী ওষুধ এনেছে নভো নরডিস্ক। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১৮ মার্চ): বাংলাদেশে টাইপ টু ডায়াবেটিস চিকিৎসায় সপ্তাহে মাত্র একবার ব্যবহার উপযোগী ‘সিমাগ্লুটাইড’ ওষুধ নিয়ে এসেছে নভো নরডিস্ক। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এর বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নভো নরডিস্ক।
দুই ধরনের সিমাগ্লুটাইড ওষুধ প্রতিটির দাম পরবে ১৪২৫৯ টাকা। পরিমিত খাদ্য ও শারীরিক অনুশীলনের পাশাপাশি সিমাগুটাইড ওষুধ অন্যান্য ওষুধের সাথে বা অলাদা গ্রহণ করা যাবে।
নভো নরডিস্ক জানায়, টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ১০ হাজার রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর বাংলাদেশের বাজারে সিমাগ্লুটাইড ওষুধ আনা হয়েছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাডাস'র সভাপতি অধ্যাপক একে আজাদ খান জানান, সপ্তাহে একবার ‘সিমাগ্লুটাইড ওষুধ ব্যবহার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ, শরীরের ওজন কমানো ও হৃদযন্ত্র ভাল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
বাডাস'র সাধারণ সম্পাদক মোঃ সায়েফ উদ্দিন জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সচেতনতা ও প্রতিরোধে কর্মসূচির অংশ হিসেবে, ডায়াবেটিসের চাপ মোকাবেলায় নভো নরডিস্ক সক্রিয়ভাবে দেশব্যাপী সচেতনতা ও শিক্ষামূলক কাজ করে যাচ্ছে, যা দেশের সার্বিক ডায়াবেটিস ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অপরদিকে, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এট্রাপ পিটারসন জানান, ডায়াবেটিস রোগের জন্য গবেষণামূলক ও উদ্ভাবনী ওষুধ আনতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে নভো নরডিস্ক।
এছাড়া, ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নভো নরডিস্ক দক্ষিণ, পূর্ব এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জয় থায়াগারাজন জানান, ক্লিনিক্যাল ডাটা অনুযায়ী, ‘সিমাগ্লুটাইড’ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আনে এবং ওজন কমায় যা শতকরা ৮০ ভাগ রোগীকে চিকিৎসা লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।
অনুষ্ঠানে নভো নরডিস্কের ডিরেক্টর মেডিকেল অ্যান্ড কোয়ালিটি ডা: মাহবুবুর রহমান, ডিরেক্টর বিজনেস ইউনিট জিএলপি ওয়ান অ্যান্ড ওবেসিটি কামাল হোসেন পলক, এবং পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার গাজী তাওহীদ আহমেদ উপস্থিত ছিলেন।