করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: বিশ্ব ব্যাংক
ঢাকা (১৯ মার্চ): কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রম এগিয়ে নিতে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। শুক্রবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই অর্থায়ন করবে। এ ঋণের আওতায় দেশের ৫ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে।
বিশ্ব ব্যাংক বলছে, ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস প্রজেক্ট’-এর অধীনে বিশ্ব ব্যাংকের অতিরিক্ত এই অর্থায়ন, প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ নাগরিককে টিকা দেওয়ার সরকারের প্রাথমিক অগ্রাধিকার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।
বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে নিয়োজিত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মের্সি টেম্বন বলেছেন, দেশব্যাপী জাতীয় টিকা কর্মসূচি চালুর মাধ্যমে বাংলাদেশ কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই কর্মসূচির লক্ষ্য অর্জনে দ্রুত এবং সঠিকভাবে ভ্যাকসিন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “এই অর্থায়ন বাংলাদেশের এক-তৃতীয়াংশ জনগণের কাছে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। ”
এ প্রকল্প কোভিড -১৯ কেস সনাক্ত, প্রতিরোধ এবং চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জোরদার করবে এবং ভবিষ্যতে জরুরী প্রয়োজনের জন্য তৈরী থাকতে সহায়তা করবে।
এছাড়া, সফল টিকা কর্মসূচির জন্য কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং দেশে ভ্যাকসিন পরীক্ষা করার জন্য ওষুধ প্রশাসনের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
এছাড়া শুক্রবার বিশ্ব ব্যাংকের বোর্ড আজ নেপালের জন্য ৭৫ মিলিয়ন ডলার এবং আফগানিস্তানের জন্য ৬০ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে।
অর্থায়ন ছাড়াও, বিশ্ব ব্যাংক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ন্যায্য এবং ন্যায়সঙ্গত ভ্যাকসিন সরবরাহের কৌশলগত ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ে জন্য কর্মশালার আয়োজন করছে।