Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ঢাকার বনানী তে অনুষ্ঠিত হতে যাচ্ছে USA & Canada Application Day

বুধবার

১৯ মার্চ ২০২৫


৫ চৈত্র ১৪৩১,

১৯ রমজান ১৪৪৬

ঢাকার বনানী তে অনুষ্ঠিত হতে যাচ্ছে USA & Canada Application Day

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৮, ৮ মে ২০২৪  
ঢাকার বনানী তে অনুষ্ঠিত হতে যাচ্ছে USA & Canada Application Day

সংগৃহিত

আগামী ১৮ই মে ঢাকার বনানী তে অনুষ্ঠিত হতে যাচ্ছে USA & Canada Application Day। এতে থাকবে USA এবং Canada তে উচ্চশিক্ষার যাবতীয় তথ্য। দিনব্যাপী এই Application Day ইভেন্ট আয়োজন করছে Wisdom Education। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থিরা এই ইভেন্টে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন এবং USA ও Canada-র ২০ টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন। ইভেন্টে স্পট এডমিশনের পাশাপাশি থাকছে ৭৫% পর্যন্ত স্কলারশিপ অর্জনের সুযোগ এবং এক্সপার্ট কাউন্সেলরদের কাছ থেকে স্পট এপ্লিকেশন সাবমিশন  ও ভিসা সম্পর্কিত সব তথ্য নিয়ে পরামর্শের সুযোগ। তাছাড়াও IELTS,TOEFL ও PTE Registration fee এ শতভাগ ক্যাশব্যাক এর সুযোগ তো থাকছেই। তাই USA এবং Canada তে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.thewisdombd.com এ ভিজিট করে বিনামূল্যে রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়