Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
এসএসসি উত্তীর্ণদের শুভেচ্ছা জানাতে বিকাশে অভিনন্দন কার্ড

বুধবার

১৯ মার্চ ২০২৫


৫ চৈত্র ১৪৩১,

১৮ রমজান ১৪৪৬

এসএসসি উত্তীর্ণদের শুভেচ্ছা জানাতে বিকাশে অভিনন্দন কার্ড

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫১, ১২ মে ২০২৪  
এসএসসি উত্তীর্ণদের শুভেচ্ছা জানাতে বিকাশে অভিনন্দন কার্ড

সংগৃহিত

দেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এসএসসি’র ফল ঘোষণা হচ্ছে আজ। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পর্বের সফলতাকে উদযাপন করতে, তাঁদের অভিনন্দন জানাতে শুভেচ্ছা হিসেবে টাকা দেয়ার চলটা প্রথাগত। এবার শিক্ষার্থীদের আনন্দঘন সাফল্য উদযাপন করতে বিকাশ অ্যাপের সেন্ড মানিতে যুক্ত হলো অভিনন্দন কার্ড। স্কুল পোশাক পরিহিত শিক্ষার্থীদের দিয়ে নান্দনিক আইকনসহ নতুন এই কার্ডটি অ্যাপে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।

অভিনন্দন জানাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে গিয়ে পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে টাকার অংক বসিয়ে অভিনন্দন কার্ড নির্বাচন করতে হবে। পরের ধাপে কার্ডের দেয়া ম্যাসেজ “এসএসসি-তে অসামান্য ফলাফল অর্জন ও সাফল্যের জন্য জানাই অভিনন্দন” নির্বাচন করতে পারেন অথবা গ্রাহক চাইলে নিজের পছন্দমত ম্যাসেজ নিজে লিখে সংযুক্ত করে নিতে পারেন। কার্ডের নিচের অংশে নাম বা স্বাক্ষর বা নিজের পছন্দমত সম্পর্কের নামও যুক্ত করে দিতে পারবেন।

এরপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করলে যাকে পাঠানো হয়েছে তাঁর কাছে অভিনন্দন বার্তা সহ শুভেচ্ছা পৌঁছে যাবে। বিকাশ অ্যাপে এসএসসি শিক্ষার্থীদের জন্য অভিনন্দন পাঠানোর এই বিশেষ সুবিধা দূরে থেকেও প্রিয়জনের আনন্দে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে।

উল্লেখ্য, ঈদ-বৈশাখ সহ বিভিন্ন উৎসব বা উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা পাঠাতে বিকাশ অ্যাপের এই গ্রিটিংস কার্ড বেশ জনপ্রিয়। বার্তা ও ছবি সম্বলিত গ্রিটিংস কার্ডগুলো গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারছেন প্রিয়জনরা। সংবাদ বিজ্ঞপ্তি

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়