মার্কেট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হুয়াওয়ে
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: হুয়াওয়ের লোগো
ঢাকা (২৩ মার্চ): টিডি-এলটিই’র বাণিজ্যিকীকরণ ও প্রচারকে ত্বরান্বিত করার পাশাপাশি শক্তিশালী ইকোসিস্টেম তৈরিতে নিবেদিত প্ল্যাটফর্ম গ্লোবাল টিডি-এলটিই ইনিশিয়েটিভ (জিটিআই) হুয়াওয়েকে ‘২০২১ মার্কেট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়ালিং শিয়াংগ্যাং -এর জন্য তৈরি করা ফাইভজি প্রাইভেট নেটওয়ার্ক প্রকল্প, বাণিজ্যিক উন্নয়ন এবং এ খাতের উন্নয়নে হুয়াওয়ের অবদানের স্বীকৃতি-স্বরূপ হুয়াওয়েকে এ পুরষ্কারের জন্য মনোনীত করা হয়।
চায়না মোবাইল গুয়াংডংয়ের সহযোগিতায় হুয়াওয়ে এর সর্বশেষ উদ্ভাবন (ফাইভজি ইনডোর ডিস্ট্রিবিউটেড ম্যাসিভ এমআইএমও) নিয়ে পাইলট প্রকল্প শুরু করেছে। ডংগুয়ানে অবস্থিত হুয়াওয়ের সাউদার্ন ফ্যাক্টরিতে সম্পন্ন করা ২.৬ গিগাহার্জ ইন্টার-ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কিং (৮০ মেগাহার্টজ + ৮০ মেগাহার্টজ) সেল আপলিংক ১.২ গিগাবাইট প্রতি সেকেন্ড পর্যন্ত গতি তুলতে সক্ষম।
এমন গতি প্রমাণ করে যে, এই উদ্ভাবনী সমাধান স্মার্ট উৎপাদন অ্যাপ্লিকেশনের জন্য উচ্চমানের আপলিংকের অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে। ইনডোর ডিস্ট্রিবিউটেড ম্যাসিভ এমআইএমও হলো ইনডোর ফাইভজি নেটওয়ার্কের ক্ষমতা ক্রমাগত বাড়ানোর জন্য হুয়াওয়ের একটি উদ্ভাবনী পদ্ধতি, যা ম্যাক্রো বেস স্টেশনগুলোতেও ব্যবহার করা যাবে।