বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। তবে বন্দরের জেটিতে কাজ চলছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল সকাল থেকে বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামায় বিঘ্ন ঘটে। তবে বন্দরের জেটিতে পুরোদমে চলছে বন্দরের অপারেটিং কাজ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রমতে, ঘূর্ণিঝড় রেমালের কারণে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত ঘোষণা করায় চট্টগ্রাম বন্দর নিজস্ব সতর্কতা সংকেত অ্যালার্ট-১ জারি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ
যাচ্ছে না। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। তবে সকালে যেসব জাহাজ বহির্নোঙরে গিয়েছে সেগুলো ফিরে আসলে আর যাবে না। রেমালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাইটার জাহাজ বহির্নোঙরে যাবে না। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে বন্দরের নিজস্ব সংকেত-১ জারি করা হয়েছে।’
চট্টগ্রাম বন্দর নিজস্ব সতর্কতা সংকেত অ্যালার্ট ৩ জারি করা হলে লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর কালুঘাট সেতুর উত্তরের নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেয়া হয়। বন্দরের জেটিতে জাহাজ না রেখেই খালি রাখা হয়। ইকুইপমেন্টগুলো ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে সরিয়ে রাখা হয়। তবে এখনও পরিস্থিতি এমন না হওয়ায় জেটি খালি করা হচ্ছে না। বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
বন্দরের পরিবহন শাখার কর্মকর্তারা বলেন, ‘জেটিতে এবং বহির্নোঙরে থাকা বড় জাহাজগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বন্দর থেকে যেকোনো সিদ্ধান্ত দেয়ার সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা গ্রহণ করেন সেই নির্দেশনা দেয়া আছে।’