Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ভ্যাট প্রত্যাহারের দাবি ট্যুর অপারেটরদের

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভ্যাট প্রত্যাহারের দাবি ট্যুর অপারেটরদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৩, ৮ জুন ২০২৪  
ভ্যাট প্রত্যাহারের দাবি ট্যুর অপারেটরদের

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ট্যুর অপারেটরদের সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরানোর যে প্রস্তাব বাজেটে রাখা হয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াবশনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি জানিয়েছে।

গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। ট্যুর অপারেটর সেবার ওপর বর্তমানে যে ভ্যাট অব্যাহতি রয়েছে, তা প্রত্যাহারের প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী।

টোয়াব জানিয়েছে, সংগঠনটির সভাপতি রাফেউজ্জামান শুক্রবার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে দেখা করে ভ্যাট প্রত্যাহারে জন্য সরকারের কাছে দাবি তুলে ধরতে বলেন।

টোয়াব সভাপতি বলেন, ‘আমরা যে ট্যুর অপারেট করে থাকি, তাতে পর্যটকের কাছ থেকে আমাদের মূসক নেয়ার সুযোগ নেই। কারণ আমরা যে হোটেলে রাখি, সে হোটেলগুলো খাবার আবাসনের ওপর সরকারকে মূসক প্রদান করে থাকে। তাই আমাদের ওপর আলাদা করে মূসক আরোপ করা হলে পর্যটন খাত ট্যুর অপারেটর খাত মুখ থুবড়ে পড়বে। যে কারণে আমরা খাতের মূসক প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়