সোমবার

০৮ জুলাই ২০২৪


২৪ আষাঢ় ১৪৩১,

০১ মুহররম ১৪৪৬

এসএমএসে ডিমের দাম নিয়ন্ত্রণ করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫২, ২৮ জুন ২০২৪  
এসএমএসে ডিমের দাম নিয়ন্ত্রণ করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে ডিমের বাজারদর নিয়ন্ত্রণের অভিযোগে তেজগাঁওয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল মূল্যতালিকার চেয়ে বেশি দরে ডিম বিক্রি ও ক্রয় রসিদে মূল্য উল্লেখ না করা।

গত বৃহস্পতিবার ভোরে তেজগাঁওয়ের পাইকারি ডিমের আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল এই অভিযান চালান।

তিনটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শুধু ঢাকাতেই নয়, সারাদেশেই এমন অভিযান চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, কী দরে ডিম বিক্রি করছেন, ক্যাশ মেমোতে উল্লেখ থাকে না। মূল্যতালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রির প্রমাণও পাওয়া গেছে। তারা শুধু

সংখ্যা লেখেন যে, ‘এত হাজার ডিম বিক্রি করা হলো।’ কী রেটে বিক্রি করলেন, সে তথ্য দেয়া হয় না। এখান থেকে ডিম যখন ভোক্তাপর্যায়ে যাচ্ছে, তখন প্রতিটি ডিমের দাম অতিরিক্ত নেয়া হচ্ছে। এখান থেকে এসএমএসের মাধ্যমে সারাদেশে ডিম কী রেটে বিক্রি হবে, সেটা নির্ধারণ করে দেয়া হতো বলেও জানান তিনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়