ওয়ালটনের হাই-টেক পার্ক পরিদর্শন করে জার্মান দূতাবাস প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জার্মান দূতাবাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হাই-টেক পার্ক পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (২৭ জুন) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শন করেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান রুল্ফ জেনস্কি বলেন, ‘ওয়ালটন বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদন করছে। ওয়ালটনের মাধ্যমে হাই-টেক পণ্য উৎপাদন, ভ্যালু এডিশন ও ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখলাম।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদল ওয়ালটনের আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওয়ালটনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এয়ার কুলড মডুলার ইনভার্টার চিলার এসির নতুন একটি মডেল উদ্বোধন করেন জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। ইউরোপে বাজার সম্প্রসারণে ওয়ালটনকে জার্মান দূতাবাসের দেওয়া সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জার্মান দূতাবাসের ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন বিভাগের অ্যাডভাইজার রেদিতা রকিব, ঢাকায় নিযুক্ত জার্মান ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ফাইয়াজ হোসাইন ও ফাহমিদা আহমেদ।
জার্মান প্রতিনিধিদলকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী ও ওয়ালটন এসির প্রধান ব্যবসা কর্মকর্তা মো. তানভীর রহমান।
জিয়াউল আলম বলেন, ‘বাংলাদেশের রফাতনি আয়ের অধিকাংশই আসে ইউরোপ থেকে, যার কেন্দ্রে রয়েছে জার্মানি। তৈরি পোশাক খাতের পর ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য অন্যতম রফতানি খাত হয়ে উঠেছে। বর্তমানে জার্মানিসহ ইউরোপের ১২টিরও বেশি দেশে পণ্য রফতানি করছে ওয়ালটন।’
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– ওয়ালটনের জেষ্ঠ্যে নির্বাহী পরিচালক আরিফ ইকবাল খান, শাহিনুর সুলতানা রেখা, মেজর (অব.) জাহিদুল হাসান, নির্বাহী পরিচালক সাহানা আকতার শম্পা ও মহাসিন আলী মোল্লা প্রমুখ।