বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন 

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন 

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহে বিঘ্নিত সৃষ্টি হয়েছে। এতে হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।

আজ সোমবার পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীস্থ ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরও) হতে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) চট্টগ্রাম এলাকায়, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। 

তবে সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছে বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়