শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মূল্যস্ফীতির হিসাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
মূল্যস্ফীতির হিসাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে: ড. দেবপ্রিয়

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:  হাসিনা সরকারের আমলে চাপে পড়ে ইচ্ছা থাকলেও সঠিক তথ্য-উপাত্ত দিয়ে অর্থ ব্যয়ের প্রাক্কলন করতে পারেননি আমলারা। এ কারণেই এসব প্রাক্কলনের ভিত বেশ দুর্বল। এমন তথ্য জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, খতিয়ে দেখা হবে কোন ভিত্তিতে দেয়া হতো জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

মেগা মেগা সব প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা। যা অনেকগুলোর বাস্তবায়ন শেষে ভোগও করছেন দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়-ছয়।

 দুর্নীতির কারণ অনুসন্ধানের পাশাপাশি এসব অভিযোগের ভিত্তি খুঁজতে আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবনে সরকারের ২৪টি দফতরের সঙ্গে বৈঠকে বসে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যেখানে আলোচনা হয় যেসব তথ্য-উপাত্তে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা; তার ভিত আসলে কতোটা মজবুত।
 
বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার; তার ভিত্তি অনেক দুর্বল। জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করতো হাসিনা সরকার, সেখানে লোন গলদ আছে কি-না খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি।
 
দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের প্রাপ্ত তথ্য-উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সাজাতে। পরিকল্পনা পর্যায় পার করে লেখার দিকে অগ্রসর হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়