শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই গ্যাসের যে সম্ভাবনা আছে, তা বের করবো। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, এখন থেকে বিদ্যুৎ, জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার দেয়া হবে না। অতীতে যে চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে। প্রতিটি চুক্তিতে ভালোকিছু বিশ্বাসের বিষয় থাকে। কিন্তু কোথাও কোথাও ধোঁকা দেয়ার বিষয় রয়েছে। তাই ২টি কমিটি করা হয়েছে, তারা চুক্তিগুলো পর্যালোচনা করবে।

ফাওজুল কবির খান বলেন, লোডশেডিং কয়েকদিন বেড়েছিল। এখন তা কাটিয়ে উঠেছি। ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস রয়েছে, আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটি পাওয়া সম্ভব। তবে পত্রিকায় এসেছে ভোলা গ্যাস ক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে, যা পুরোপুরি ভুল তথ্য। এ সময় সরকারের ১০০টি গ্যাস কূপ খননের লক্ষ্য রয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়