Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ: আইএমএফকে ড. ইউনূস

বুধবার

০৮ জানুয়ারি ২০২৫


২৫ পৌষ ১৪৩১,

০৮ রজব ১৪৪৬

ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ: আইএমএফকে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ: আইএমএফকে ড. ইউনূস

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের সাইডলাইনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় ড. ইউনূস জানান, নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতিবিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে।

ড. ইউনূস বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এছাড়া সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

আজ  বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে বলা হচ্ছে ‘বাংলাদেশ ২.০’।  এ যেনো স্বাধীনতার দ্বিতীয় সূর্য, জন্ম হলো নতুন বাংলাদেশের। এই নতুন যাত্রায় ঢাকার পাশে থাকার কথা জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, ‘এটি অন্য দেশ, এটি বাংলাদেশ ২.০’। এই নতুন বাংলাদেশের সংস্কার উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ওয়াশিংটন-ভিত্তিক ঋণদাতা সংস্থাটি বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় একটি দল পাঠিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপে সহায়তা কার্যক্রম দ্রুত করতে চায় আইএমএফ। আইএমএফ বোর্ড টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে। অথবা এটি গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনে আরও ঋণের প্রসার ঘটাতে পারে’।

সভায় জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান ও ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন। উপদেষ্টা ফৌজুল কবির খান আইএমএফ প্রধানকে জানান, অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘অপরাধের স্থাপত্য ভেঙে ফেলতে’ মাত্র এক সপ্তাহ সময় নিয়েছে।

অন্যদিকে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য অর্থপ্রদানের ভারসাম্য বাড়ানোর জন্য আইএমএফের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়