খুচরা কেজি প্রতি আলুর দাম ৩৫ টাকা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(২০ অক্টোবর): খুচরা পর্যায়ে কেজি প্রতি আলুর দাম পুন:নির্ধারণ করা হয়েছে। এখন থেকে কেজি প্রতি ৩৫ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার হিমাগার মালিক, কৃষক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আলুর নতুন দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
নতুন দর অনুযায়ী, হিমাগার পর্যায়ে আলুর দাম কেজি প্রতি ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা ও খুচরা পর্যায়ে কেজি প্রতি ৩৫ টাকা।
রাজধানীর খামারবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্ব হিমাগার মালিক, কৃষক এবং খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, ঘোষণার পর থেকে আলুর নতুন এ দর কার্যকর হবে।