শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

করোনায় বিশিষ্ট ব্যাংকার সাইদুল হাসানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০২, ১৮ নভেম্বর ২০২০   আপডেট: ০১:০৩, ১৮ নভেম্বর ২০২০
করোনায় বিশিষ্ট ব্যাংকার সাইদুল হাসানের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ নভেম্বর): ডাচ-বাংলা ব্যাংকের সাবেক ডিএমডি-১, সিটিজেন ব্যাংকের প্রস্তাবিত এমডি এবং সিইও, বিশিষ্ট ব্যাংকার সাইদুল হাসান করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা  গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

সোমবার বাদ এ’শা ধানমন্ডির তাকওয়া মসজিদে সাইদুল হাসানের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

প্রস্তাবিত সিটিজেন ব্যাংকে যোগদানের আগে তিনি ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সাইদুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাইদুল হাসানের মৃত্যুতে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনার্স অ্যান্ড পারসনসের (এলএএইচপি) চেয়ারম্যান তৌফিকা আফতাবও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়