দেশের প্রথম নারী ডেপুটি সিএজি মনোয়ারা হাবীব
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(১৮ নভেম্বর): দেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এর উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ( ডেপুটি সিএজি) সিনিয়র পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়েছেন মনোয়ারা হাবীব। নিয়োগের পর গতকালি মঙ্গলবার তিনি এই পদে যোগদান করেন।
বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম নারী ‘ডেপুটি সিএজি (সিনিয়র)’ হিসেবে নিয়োগ পেলেন।
গত ১৬ নভেম্বর বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের এক অফিস আদেশে তাঁকে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে পদস্থাপন করা হয়।
মনোয়ারা হাবীব যোগদানের পর নিজের অনুভুতি জানাতে গিয়ে বলেন, প্রথম নারী হিসেবে ডেপুটি সিএজি (সিনিয়র) পদে যোগদান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এ পদের জন্য সিএজি মহোদয় আমার প্রতি যে আস্থা রেখেছেন, সেটি যেন আমি প্রমাণ করতে পারি বা সম্মান দেখাতে পারি; এটাই আমার আশা, ইচ্ছা বা কামনা।
মনোয়ারা হাবীব বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের অষ্টম ব্যাচের একজন কর্মকর্তা। নিরীক্ষা ও হিসাব বিভাগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডেপুটি সিএজি হিসেবে যোগদানের আগে তিনি ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
তিনি সরকারি ও ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, ভারত, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, গ্রিস, জর্দান, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
মনোয়ারা হাবীব জামালপুর জেলায় ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা ও তিন সন্তানের জননী। সংবাদ বিজ্ঞপ্তি।