শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩২, ২২ অক্টোবর ২০২০  
ডিএসই এমডি সানাউলের পদত্যাগ

ছবি: ডিএসই

ঢাকা(২১ অক্টোবর): বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক পদত্যাগ করেছেন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যক্তিগত’ কারণে তার এই সিদ্ধান্ত বলে গত ৮ অক্টোবর সানাউল হক ডিএসইর  চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়।

তবে নিয়ম অনুযায়ী আরও তিন মাস সানাউল দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২১ সালের ৮ জানুয়ারি তিনি পরবর্তী এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।  

পদত্যাগের কারণ ডিএসই ‘ব্যক্তিগত’ বললেও এ বিষয়ে সানাউলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সানাউল চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন। তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়