Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ঢাকা-দুবাই রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে এমিরেটস

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-দুবাই রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে এমিরেটস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩০, ৮ ডিসেম্বর ২০২০  
ঢাকা-দুবাই রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে এমিরেটস

ছবি: সংগৃহীত

ঢাকা(০৮ ডিসেম্বর): বর্ধিত যাত্রী চাহিদা মিটাতে ঢাকায় আরেক দফা ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে  ২টি ফ্লাইট চলাচল করবে। এর ফলে বাংলাদেশ থেকে যাত্রীরা দুবাই এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কভূক্ত ৯৫টির অধিক গন্তব্যে ভ্রমনের ক্ষেত্রে আরও ভালো সংযোগ সুবিধা পাবেন।

অতিরিক্ত ইকে-৫৮৫ ফ্লাইটগুলো পরিচালনার ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। ফ্লাইটগুলো রাত্রি ১টায় ঢাকা ছেড়ে স্থানীয় সময় ভোর ৪.৩৫ মিনিটে দুবাই পৌঁছবে। ফিরতি ফ্লাইট ইকে-৫৮৪ বিকাল ৪.৪৫ মিনিটে দুবাই ছেড়ে স্থানীয় সময় রাত ১১টায় ঢাকায় অবতরন করবে। www.emirates.com  ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

উল্লেখ্য, ব্যবসা কিংবা অবকাশের উদেশ্যে দুবাই ভ্রমনে ইচ্ছুক বিদেশীদের জন্য নগরীটি উন্মুক্ত করা হয়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল (ডঞঞঈ) কর্তৃক প্রদত্ত নিরাপদ ভ্রমনের জন্য সনদপ্রাপ্ত সর্বপ্রথম নগরীগুলোর মধ্যে দুবাই অন্যতম। দুবাই ভ্রমনের জন্য বিস্তারিত তথ্য www.emirates.com/flytoDubai ওয়েবসাইটে পাওয়া যাবে।

আকাশ ভ্রমনে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে ও তাদের নিরাপত্তা বিধানে এমিরেটস বেশ কয়েকটি উল্লেখ্যযোগ্য পদক্ষেপ প্রহণ করেছে যার মধ্যে রয়েছে কোভিড-১৯ ও মাল্টি-রিস্ক ভ্রমণ বীমা, উদার বুকিং নীতি এবং ভ্রমনের প্রতিটি ধাপে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা।

 

বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস তাদের গ্রাহকদের জন্য মাল্টি রিস্কা ভ্রমন ও কোভিড-১৯ বীমা চালু করে। ১ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ক্রয়কৃত সকল টিকিটের ক্ষেত্রে এ সুবিধা কার্যকর। কোভিড-১৯ মেডিক্যাল বীমা কভার ছাড়াও ব্যক্তিগত দূর্ঘটনা, শীতকালীন খেলাধুলা, ব্যক্তিগত জিনিসপত্র হারানো, আকাশ পথ বন্ধ হয়ে যাওয়ার কারনে অপ্রত্যাশিতভাবে ভ্রমনে বিঘœ ঘটা ইত্যাদি ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন যাত্রীরা।

 

যাত্রীদের জন্য উদার বুকিং নীতিও গ্রহণ এমিরেটস। ৩০ জুন ২০২১ বা তার পুর্বে ভ্রমনের জন্য টিকিট ক্রয় করলে গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন, যেমন টিকিটের মেয়াদ ২ বছর পর্যন্ত বৃদ্ধি এবং ভ্রমন তারিখ পরিবর্তনের সুযোগ।

ভ্রমনের প্রতিটি ধাপে যাত্রীদের নিরাপত্তা বিধানে অনেকগুলো কার্যক্রম প্ররিচালনা করছে এমিরেটস, যার মধ্যে রয়েছে যাত্রীদের সৌজন্যমূলক হাইজিন কিট প্রদান। www.emirates.com/yoursafety সাইটে বিস্তারিত তথ্য সন্নিবেশিত রয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়