দ্বিতীয়বারের মত বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেবে এইচএসবিসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (০৯ ডিসেম্বর): দ্বিতীয়বারের মত এইচএসবিসি ‘বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ আয়োজন করেছে দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। আজ বুধবার রাজধানী প্যান প্যাসিফিক হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো: মাহবুবউর রহমান।
দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর অ্যাওয়ার্ড আয়োজনের মূল বিষয় হচ্ছে ‘সহনশীলতার বছর’ বা ‘দি ইয়ার অব রেজিলিয়েন্স।’
এবছর মোট আটটি ক্যাটাগরিতে এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর মধ্যে প্রথম তিনটি রয়েছে, রপ্তানি খাতে। প্রথমে রপ্তানি এক্সিলেন্স তৈরি পোশাক শিল্প (আরএমজি), যাদের বার্ষিক রপ্তানি আয় ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি তাদেরকে এই পুরস্কারের জন্য বাছাই করা হবে। দ্বিতীয়টি হচ্ছে, রপ্তানিতে এক্সিলেন্স (সাপ্লাই চেইন এবং ব্যাকওয়ার্ড লিংকেজ)। এখানে যাদের বার্ষিক রপ্তানি আয় ১০ মিলিয়ন মার্কিন ডলার ও তার বেশি। আর তৃতীয় ক্যাটাগরিতে আছে, তৃতীয়টি হচ্ছে, রপ্তানিতে এক্সিলেন্স (অসনাতন ও উদীয়মান ক্ষেত্র যাদের বার্ষিক রপ্তানি আয় ৩ মিলিয়ন মার্কিন ডলার ও তার বেশি (তৈরি পোশাক শিল্প ও টেক্সটাইল ব্যতীত)।
বাকি পাঁচ ক্যাটাগরির মধ্যে রয়েছে, আমদানি (বিকল্প শিল্পে অসামান্য অবদান), যাদের আমদানি বিকল্প পণ্যের পরিমাণ ১০ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশী। আভ্যন্তরীণ বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের জন্য অসামান্য অবদান, বৈদেশিক বিনিয়োগ যা হতে পারে মূলধন , প্রযুক্তিগত উৎকর্ষ সংক্রান্ত ইত্যাদি যা আভ্যন্তরীণ বিনিয়োগ সহায়ক কিংবা নির্দিষ্ট অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার মান ও জিডিপি উন্নয়নে অবদান। সাস্টেনিবিলিটি এক্সিলেন্স (এবছরে নতুন এই ক্যাটাগরি সংযোজিত) এমন প্রতিষ্ঠান যারা সাস্টেনিবিলিটি উদ্যোগ বা প্রজেক্টের মাধ্যমে সমাজে কার্যকরী ও যুগান্তকারী অবদান রেখেছে। নতুন প্রযুক্তি প্রণয়নে শ্রেষ্ঠ (এবছরে নতুন এই ক্যাটাগরি সংযোজিত) এমন প্রতিষ্ঠান যারা উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। সর্বশেষ ক্যাটাগরি, স্পেশাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড এমন ব্যক্তি/ ব্যাপ্তিবর্গ এবং / অথবা প্রতিষ্ঠান যারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে , উদ্ভাবনী এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক অবদান রেখেছে।
বাংলাদেশে প্রণয়নে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা ‘এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এ অংশগ্রহণ করতে পারবে। নমিনেশনের জন্য কোনো ফি জমা দিতে হবে না। আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তরা এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন ফর্ম, জমা এবং এ সংক্রান্ত তথ্য জানতে এই ঠিকানায় (business.hsbc.com.bd/bea) ভিজিট করুন। প্রতিষ্ঠান সমূহ চাইলে অন্য প্রতিষ্ঠানকেও মনোনয়ন দিতে পারবে। অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জানুয়ারি ২০২১।
সংবাদ সম্মেলনে এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব হোলসেল ব্যাংকিং কেভিন গ্রীন, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো: মাহবুবউর রহমান এবং এইচএসবিসি বাংলাদেশর কান্ট্রিহেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।