আবারো বেড়েছে আলু,পেঁয়াজ সহ সবজির দাম
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
আবারো বেড়েছে আলু,পেঁয়াজ সহ সবজির দাম
শীত মৌসুম শুরুর দিকে সবজির বাজার ছিল উর্ধ্বমুখী। মাঝে সরবরাহ বেড়ে গেলে দাম কিছুটা কমতে শুরু করে। তবে এই সপ্তাহের শুরুতেই বেড়ে যায় আলু,পেঁয়াজ সহ কিছু শীতের সবজির দাম ।
গত সপ্তাহে দেশী পেঁয়াজ ছিল ৫০ টাকা । তবে এ সপ্তাহের শুরুতেই তা বেড়ে গিয়ে ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুরাতন আলু ৪০ থেকে বেড়ে আজকে বিক্রি হচ্ছে ৪৫ টাকা আর নতুন আলু ৫০ থেকে ৫৫ টাকা কেজি।
কাওরান বাজারের সবজি বিক্রেতা মনিরুল ইসলাম বিজনেসইনসাইডার'কে জানান, গত সপ্তাহে আলু, পেঁয়াজের সরবরাহ ভাল থাকায় দাম কিছুটা কম ছিল । তবে এই সপ্তাহে হঠাৎ সরবরাহ কমে যায় এবং দামও বেড়ে যায়।
গত সপ্তাহে কাঁচা মরিচ ৯০ থেকে ১০০টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১১০ থেকে ১২০ টাকায় প্রতি কেজি। শিম ২০টাকা থেকে আজকে ২৫ টাকা, লাউ ২৫ থেকে বেড়ে ৩০ টাকা, মুলা ১০টাকা থেকে বেড়ে ১৫টাকায় বিক্রি করছেন।
তবে আগের দামেই বিক্রি হচ্ছে, পাঁকা টমেটো ১০০ টাকা,বাঁধা কপি ২০ টাকা,ফুল কপি ১৫ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা গোল বেগুন ৩০ টাকা কেজি।
ঘন কুয়াশা ও বেশি শীতের কারণে সবজির সরবরাহ কমে গেছে তাই দামও একটু বেশি। তবে আশা করছেন সরবারহ বাড়লে দাম আবার কমে যাবে।
এছাড়া বেড়েছে ভোজ্যতেল ও চালের দাম। লিটার প্রতি প্রায় ৫ থেকে ১০ টাকা। বর্তমানে রূপচাঁদা, তীর, বসুন্ধরা সয়াবিন তেল বিক্রি হচ্ছে বাজার ভেদে ১ লিটার তেলের বোতল ১১৫ থেকে ১২০ টাকায়। পামঅয়েলের লিটার প্রতি দাম ৫-৭ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়।
অপরদিকে, গড়ে পঁচ টাকা করে বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬0 টাকা, নাজির শাইল চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, আটাশ চাল ৫৩ থেকে ৫৫ টাকা এবং চিনিগুরা ৯৫ থেকে ১০০ টাকা।