শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে ক্যাশব্যাক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিকাশ লিমিটেড
ঢাকা (২২ ফেব্রুয়ারি): বিকাশের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধ করে ক্যাশব্যাক পাবে শিক্ষার্থীরা। ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধে উৎসাহিত করতে বিকাশ সম্প্রতি ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য যে কোন পরিমাণ ফি পরিশোধে ১০ টাকা তাৎক্ষনিক ক্যাশব্যাক অফার চালু করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ অফার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। একজন গ্রাহক মাসে দুইবার করে তিন মাসে মোট ছয়বার এ ক্যাশব্যাক পাবেন। বিকাশ অ্যাপ ব্যবহার করে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।
বিকাশ এই মুহূর্তে ৫ কোটির বেশি গ্রাহকের জন্য দেশের সবচেয়ে বড় ‘পে বিল’ নেটওয়ার্ক গড়ে তুলেছে। এ সম্পর্কে বিস্তারিত এবং এই অফারের আওতায় ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা জানতে ভিজিট করতে হবে bkash.com/bn/edu-payment ওয়েবসাইটে।
বিকাশ অ্যাপের মাধ্যমে একাডেমিক ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ অপশন নির্বাচন করে ‘শিক্ষা প্রতিষ্ঠান’ আইকনে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে বিল সময়সীমা বা প্রাসঙ্গিক তথ্য এবং শিক্ষার্থীর আইডি দিয়ে শেষ ধাপে বিকাশ পিন টাইপ করে ‘পে বিল করতে এগিয়ে যান’ অপশনে ট্যাপ করতে হবে। ভবিষ্যতে অল্প কয়েক ধাপে ফি পরিশোধের জন্য শিক্ষার্থী চাইলে বিকাশ অ্যাপে তার অ্যাকাউন্টটি সংরক্ষণ করেও রাখতে পারবে।