বিসিএসে আবেদন ও পরীক্ষার তারিখ পেছাবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
ঢাকা (২২ ফেব্রুয়ারি) : বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার তারিখ জানানোর পাশাপাশি বিসিএস পরীক্ষা পেছানোর কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছেন বা বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সাথে সামঞ্জস্য রেখে নতুন তারিখ ঘোষণা করা হবে।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে বিসিএস পরীক্ষায় আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলো এই সময়ের মধ্যে খুলছে না। বিশ্ববিদ্যালয় খুলবে রোজার ঈদের পর ২৪ মে, আর তার এক সপ্তাহ আগে ১৭ মে খুলবে আবাসিক হলগুলো।