Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’ বৃত্তি : আবেদন করা যাবে এপ্রিল পর্যন্ত

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’ বৃত্তি : আবেদন করা যাবে এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২১
‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’ বৃত্তি : আবেদন করা যাবে এপ্রিল পর্যন্ত

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের লোগো, সংগৃহীত

ঢাকা (২৩ ফেব্রুয়ারি): দেশের বাইরে উচ্চশিক্ষা লাবের সুযোগ খোঁজেন অনেক শিক্ষার্থীই। সারাবিশ্বে উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়ার অবস্থান তৃতীয়। দেশটিতে রয়েছে বিশ্বের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়।তবে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া বেশ ব্যয় সাপেক্ষ। 

ব্যয় সাপেক্ষে হলেও দেশটিতে রয়েছে বৃত্তির সুযোগ। বৃত্তিপ্রাপ্তরা বিনামূল্যে পড়াশুনার পাশাপাশি অস্ট্রেলিয়ার সরকার থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কেও টাকাও পাবে। এমনই একটি বৃত্তি হচ্ছে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস’। এরইমধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের এই বৃত্তির জন্য  স্নাতক  পাস করা বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি কি 

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত সরকারি বৃত্তি হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওর্য়াডস। দেশটির সরকারি বৃত্তিগুলোর মধ্যে সবচেয়ে সম্মানজনক বৃত্তি ধরা হয় এটিকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিবর্তন আনতে দক্ষতা ও জ্ঞান অর্জনের সুবিধার জন্য অস্ট্রেলিয়ার সরকার এই বৃত্তি দেয়। তবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কেবল মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের জন্য। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

এই বৃত্তি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে তাদের প্রাধান্য দেওয়া হবে, যারা স্নাতকোত্তর পর্যায়ে একটি দেশের উন্নয়নমূলক বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক। এরমধ্যে স্বাস্থ্য সুরক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসনিক বিষয় অন্যতম।

এই বৃত্তির সুবিধা

যোগ্যতা ও শর্ত সাপেক্ষে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে বিভিন্ন সুবিধা দেওয়া হয়। এর মধ্যে সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ, থাকা-খাওয়া ও চলাচলের খরচ, ফিরতি বিমান ভাড়া, এমনকি পড়াশোনা চলার সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থও অন্তভুক্ত রয়েছে। এ ছাড়া নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন লোকজনের জন্য রয়েছে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা।

আবেদনের যোগ্যতা ও সময়সীমা

২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তিতে শুধু স্নাতকোত্তর পর্যায়ের জন্য আবেদন করা যাবে। এর আওতায় ২০২২ সালের স্নাতকোত্তর ডিগ্রিতে তালিকাভুক্ত হতে আগ্রহী শিক্ষার্থীরা চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত  আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ থাকতে হবে আইইএলটিএসে নূন্যতম সাড়ে ৬ স্কোর  বা পিটিই ন্যূনতম ৫৮।

আবেদন করার প্রক্রিয়া

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশীপ প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে স্কলারশিপের বিস্তারিত তথ্য ও শর্তাবলি উল্লেখ করা আছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়েবসাইটও আছে।

ওয়েবসাইটগুলোতে আবেদনপত্র সংগ্রহ করার আগেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আবেদনকারীর প্রাথমিক যোগ্যতা যাচাই কওে নেওয়া হবে। আবেদনকারী প্রাথমিকভাবে যোগ্য হলে তবেই বৃত্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্রের নমুনা সংগ্রহ করা যাবে। বিস্তারিত পাওয়া যাবে এই ওয়েব ঠিকানায়।

স্টুডেন্ট ভিসায় আবেদন ও মনোনয়ন

বৃত্তির জন্য আবেদন ও প্রাপ্তি এবং স্টুডেন্ট ভিসা- দুটোর আলাদা সম্পর্ক রয়েছে। বৃত্তি পেলেই স্টুডেন্ট ভিসা নিশ্চিত হয়ে যায় না। এজন্য সব নথিসহ আলাদা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। অভিবাসন বিভাগ আবেদনকারীকে অস্ট্রেলিয়ায় অবস্থানের যোগ্য মনে করলে তবেই স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের ওয়েব লিঙ্ক : https://oasis.dfat.gov.au/


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়